পানীয় জলের দাবিতে পথ অবরোধ,জল জীবন মিশনের প্রকল্প নিয়ে উঠছে প্রশ্ন। 

জল জীবন মিশনের আওতায় গ্রামীণ এলাকায়  পানীয় জল সরবরাহের ঢাউস বিজ্ঞাপনের আড়ালে উঁকি দিতে শুরু করেছে এক অসার বাস্তবতা।  কৈলাসহর গৌরনগর ব্লকের অধীনে থাকা লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ২ ও ৩ নং ওয়ার্ডের বাসিন্দারা মিশনের জলের ধারা থেকে বঞ্চিত। দীর্ঘদিন ধরে চলতে থাকা পানীয় জলের সংকট নিরসনে প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানিয়েও মিলছে না কোনো সমাধান। অবশেষে মঙ্গলবার সকালে ক্ষুব্ধ এলাকাবাসী বাধ্য হয়ে পথ অবরোধ করে নিজেদের দাবি জানাতে বাধ্য হন।

স্থানীয়দের অভিযোগ,প্রায় ৫০ থেকে ৬০ পরিবার বিগত প্রায় তিনমাস ধরে জল পাচ্ছেন না। এই বিষয়ে পঞ্চায়েত এবং মহকুমা শাসককে জানিয়েছেন বলেও অবরোধকারীরা জানান। 

ভাঙ্গারপুল এলাকায় সকাল ৮টা থেকেই কলস, বালতি হাতে নিয়ে রাস্তায় নেমে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, জল জীবন মিশনের আওতায় প্রতিটি ঘরে পরিশুদ্ধ পানীয় জল সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তারা সেই সুবিধা পাচ্ছেন না। প্রশাসনের বারবার আশ্বাস দেওয়া হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি, বরং দিনের পর দিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।

পথ অবরোধের ফলে এলাকার যান চলাচল ব্যাহত হয়, আটকে পড়ে একাধিক গাড়ি। স্থানীয়দের অভিযোগ, তাদের দাবিকে গুরুত্ব না দিয়ে প্রশাসন নিরব দর্শকের ভূমিকা পালন করছে। 

উল্লেখ্য, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে গৃহীত জল জীবন মিশন প্রকল্পের উদ্দেশ্য হলো গ্রামাঞ্চলের প্রতিটি পরিবারকে পাইপলাইনের মাধ্যমে নিরাপদ পানীয় জল সরবরাহ করা। তবে বাস্তব চিত্র বলছে, এই প্রকল্প কৈলাসহরের বহু এলাকায় কার্যকর হয়নি। সরকারি খাতায় পরিষেবা চালু থাকলেও বাস্তবে মানুষ বঞ্চিত হচ্ছে।

এদিকে পথ অবরোধের খবর পেয়ে পানীয় জল ও স্বাস্থ্য বিধি দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার এক গাড়ি জল নিয়ে হাজির হয়ে পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করেন। প্রতিশ্রুতি দেন অতি সত্বর এই সমস্যার মোকাবিলা করা হবে।