প্রবাহ প্রতিবেদন ঃ
কৈলাসহর ভারত বাংলাদেশ সীমান্তে রবিবার গভীর রাতে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় বিএসএফ জোয়ানদের হাতে এক বাংলাদেশী যুবক ও একজন ভারতীয় দালাল আটক হয়। জানা যায়, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার অধীনে মারিছড়া চা বাগানের বাসিন্দা সজন অলমিক (১৯) এবং রাজপাড়া এলাকার বাসিন্দা সজল আচার্য নামের দুই যুবক সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিলেন। বিএসএফের সমরুছড়া ক্যাম্পের জোয়ানরা তাদের দেখতে পেলে সজল আচার্য পালিয়ে বাংলাদেশে ফিরে যান। তবে ভারতীয় সীমান্ত এলাকা থেকে সজন অলমিককে আটক করে বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সজন অলমিক জিজ্ঞাসাবাদে জানায় – কৈলাসহর অনিলা চা বাগানের বাসিন্দা শনিচর মুন্ডার ছেলে মতিলাল মুন্ডা সীমান্ত পারাপারে তাকে সাহায্য করেছিলো। বিএসএফ মতিলাল মুন্ডাকে তার বাড়ি থেকে আটক করে। রবিবার রাতে বিএসএফ সজন অলমিক ও মতিলাল মুন্ডাকে কৈলাসহর থানার পুলিসের হাতে তুলে দেয়। তাদের কাছ থেকে কিছু বাংলাদেশী টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার হয়। পুলিস তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করেছে এবং সোমবার দুপুরে কৈলাসহর থানা থেকে দু’জনকে কৈলাসহর জেলা ও দায়রা আদালতে প্রেরণ করা হয়েছে।