প্রবাহ প্রতিবেদন : কৈলাসহর ডাক বাংলোর কাছে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হয় তিনজন। পুলিশ জানায় সংঘর্ষে একটি বাইকে সঞ্জীব মজুমদার অপর বাইক আরোহী সেজুয়ান আলী ও উসমান আলী মাটিতে ছিটকে পড়েন। দমকল বাহিনীকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত তিনজনকে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যান।
জেলা হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে উসমান আলীর অবস্থা অত্যন্ত সংকটজনক। সেজুয়ান আলীর একটি পা ভেঙে গেছে এবং সঞ্জীব মজুমদারের শরীরে একাধিক স্থানে আঘাত লেগেছে। বর্তমানে আহত তিনজনের চিকিৎসা চলছে।