কৈলাসহর পুরাতন কালীবাড়ি-এর উদ্যোগে এবং ঊনকোটি জেলা স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় আজ, ৯ই ফেব্রুয়ারি, পৌর পরিষদের ৩ ও ৪ নং ওয়ার্ডের মধ্যবর্তী এলাকায় অবস্থিত এক অঙ্গনওয়াড়ী কেন্দ্রে বিনামূল্যে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই শিবিরে চক্ষু পরীক্ষা, সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষা এবং বিনামূল্যে ওষুধ বিতরণের ব্যবস্থা ছিল। মূলত দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কৈলাসহর পুরাতন কালীবাড়ি কমিটি এই উদ্যোগ গ্রহণ করে।
স্বাস্থ্য শিবিরে পুরাতন কালীবাড়ির সম্পাদক নিলাঞ্জন দাস, কোষাধ্যক্ষ অনুপ কুমার দেব-সহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের সক্রিয় অংশগ্রহণে শিবিরটি সফলভাবে পরিচালিত হয়। শিবিরে ১০০-এর বেশি মানুষ স্বাস্থ্য পরীক্ষা করান এবং বিনামূল্যে ওষুধ গ্রহণ করেন। শুধু পৌর এলাকার ৩ ও ৪ নং ওয়ার্ড নয়, কুবঝার এলাকার অনেক মানুষও এই পরিষেবা গ্রহণ করেন।
পুরাতন কালীবাড়ির সম্পাদক নিলাঞ্জন দাস জানান, তআমাদের প্রধান লক্ষ্য হলো সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। দরিদ্র মানুষেরা যেন আর্থিক অসুবিধার কারণে চিকিৎসার অভাবে না ভোগেন, সেজন্যই আমাদের এই উদ্যোগ। আগামী দিনেও আমরা আরও স্বাস্থ্য শিবির আয়োজনের পরিকল্পনা করছি, যাতে আরও বেশি সংখ্যক মানুষ উপকৃত হতে পারেন।দ তিনি ঊনকোটি জেলা স্বাস্থ্য দপ্তরের ডিএমও ডাঃ শঙ্খ সুভ্র দেবনাথ-কে বিশেষ ধন্যবাদ জানান এই স্বাস্থ্য শিবিরের আয়োজনে পুরাতন কালীবাড়ি কমিটিকে সহযোগিতা করার জন্য।
এই বিনামূল্যের স্বাস্থ্য শিবির স্থানীয় বাসিন্দাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে এবং অনেকে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। সুবিধাবঞ্চিত মানুষদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন তারা। স্থানীয়রা আশা করছেন, ভবিষ্যতে এ ধরনের আরও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হবে, যা সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য অত্যন্ত সহায়ক হবে।
পুরাতন কালীবাড়ির এই মহৎ উদ্যোগ এলাকার স্বাস্থ্য পরিষেবার উন্নতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে। সমাজের সর্বস্তরের মানুষের স্বাস্থ্যের সুরক্ষায় এ ধরনের উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরাআশ্বাসদিয়েছেন।
