স্কুলের গণ্ডিতে প্রবেশের ছাড়পত্র এখনো মেলেনি খুদে কন্যা সানভির। বয়স ৩ বছর ৪ মাস ২১ দিন। এরই মধ্যে মায়ের সঙ্গে স্কুলে যাবার প্রস্তুতিতে বর্ণ পরিচয় শিক্ষা। পড়ার সঙ্গে বলতে বলতে দেশের প্রতিটি রাজ্যের রাজধানির নাম জেনে ফেলেছে। । মাত্র ৩৮ সেকেণ্ডে নির্ভুলভাবে প্রতিটি রাজ্যের রাজধানীর নাম বলে দিতে পারছে ছোট্ট সানভি। রাজধানীর নাম ভিডিও রেকর্ড করে সানভির মাবাবা গত নভেম্বরে প্রি- স্কুল বিভাগে ওয়ার্ল্ড রেকর্ড অব এক্সিলেন্স প্রতিযোগিতায় পাঠান। ওয়ার্ড বুক রেকর্ড সংস্থা সানভির মেধাকে স্বীকৃতি দিয়ে শংসাপত্র সহ মেডেল তার বাড়িতে পাঠিয়ে দেয়।


সানভিদের বাড়ি ঊনকোটি জেলার চণ্ডীপুর ব্লকের চণ্ডীপুর গ্রামে। সানভি-র মা সুস্মিতা দাস কৈলাসহর মহকুমা শাসক অফিসের করণিক। বাবা সুব্রত দাস কুমারঘাট মহকুমা খাদ্য দপ্তরের পরিদর্শকের চাকরী করেন। ছোট্ট সানভির এই সাফল্যে পরিবার সহ পাড়া প্রতিবেশিদের মধ্যে খুশির হাওয়া।