কৈলাসহরের সমরুরপার এলাকার এক নাবালিকার নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিলো গোটা মহকুমা জুড়ে। পরবর্তীতে জানা যায়, সে পাখিরবাদা এলাকার এক যুবক সুবেল আলির সঙ্গে পালিয়ে গিয়েছে। এই ঘটনায় নাবালিকার পরিবার কৈলাসহর মহিলা থানায় সুবেল আলির বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করে, যার মামলা নম্বর ২/২৫।
অভিযোগ পাওয়ার পর, কৈলাসহর মহিলা থানার একটি দল তদন্ত শুরু করে এবং গতকাল রাতে সুবেল আলির বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। একইসঙ্গে নাবালিকাকে উদ্ধার করা হয়।
কৈলাসহর মহিলা থানার অফিসার ইনচার্জ রিপিতা ভট্টাচার্য জানান, অভিযুক্ত সুবেল আলির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অপহরণ সংক্রান্ত ধারা এবং পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। আজ সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। নাবালিকার শারীরিক ও মানসিক অবস্থার পরীক্ষার জন্য তাকে প্রয়োজনীয় আইনি ও সামাজিক সুরক্ষার আওতায় রাখা হয়েছে।
প্রসঙ্গত, অভিযুক্ত সুবেল আলি আগে থেকেই বিবাহিত এবং তার স্ত্রী ও সন্তান রয়েছে, যা এই ঘটনায় আরও বিতর্কের জন্ম দিয়েছে।
এই ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নাবালিকার পরিবার সুবিচারের দাবি জানিয়েছে। পুলিস জানিয়েছে, পরিবারকে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে এবং পুরো ঘটনারতদন্তচলছে।