ইরানি পঞ্চায়েতের জনগণের প্রতিবাদ,রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ। অবরোধকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা রাস্তার দুরবস্থার কথা জানিয়ে আসছেন, কিন্তু কোনো প্রতিকার নেই। রাস্তার বেহাল দশার জন্য সাধারণ মানুষের চলাচলে ব্যাপক সমস্যা হচ্ছে। একজন অবরোধকারী বলেন, ‘এলাকায় অসুস্থ রোগীদের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে গেলে যেন যন্ত্রণার আর এক নতুন অধ্যায় শুরু হয়। প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি আমরা। বাধ্য হয়ে আজ আমরা রাস্তায় নেমেছি।’ কৈলাসহরের ইরানি পঞ্চায়েত এলাকার জনগণ অবশেষে রাস্তায় নেমে এলেন তাদের দীর্ঘদিনের ক্ষোভ প্রকাশ করতে। বাবুরবাজার থেকে ইরানি পর্যন্ত রাস্তাটির বেহাল দশা, কিন্তু রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট রাস্তা সংস্কার দপ্তরের কোনো মাথাব্যথা নেই। আজকের পথ অবরোধ তারই প্রমাণ। ইরানি থানা সংলগ্ন এলাকায় টায়ার জ্বালিয়ে স্থানীয় জনগণ পথ অবরোধ করেছেন, যার ফলে পুরো এলাকা জুড়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।এই ঘটনার পেছনে রাজ্য সরকারের উদাসীনতা স্পষ্ট। জাতীয় সড়কের কাজ দেখিয়ে ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব আনার বাগাড়ম্বর বক্তিতা শাসক দলের নেতাদের। কিন্তু রাজ্য সরকারের পূর্ত দপ্তরের সড়কগুলো খানাখন্দে ভরা। যেন মুখ খিচিয়ে রয়েছে। যেখানে সাধারণ মানুষের জীবনযাত্রা নির্বিঘ্ন করার দায়িত্ব সরকারের, সেখানে বারবার এমন উপেক্ষার নজির প্রমাণ করছে যে, সরকার শুধুমাত্র ভাষণের মধ্যেই উন্নয়ন রেখে দিয়েএছ। রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ অর্থ কোথায় যাচ্ছে? কেন জনগণকে এভাবে ভোগান্তির শিকার হতে হচ্ছে? কয়েক ঘন্টা পর পূর্ত দপ্তরের এক ই্্ঞ্জিনিয়ার গিয়ে গ্রামবাসীদের আশ্বস্ত করলে অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করেন।