রমেন্দ্র গোপ, খোয়াই
সরকারি সাপ্লাই পয়েন্ট থেকে সামান্য জল আনাকে কেন্দ্র করে রক্তাক্ত হলেন এক ষাটোর্ধ বৃদ্ধা। ঘটনা খোয়াই থানাধীন লাল ছড়া তথা পুর পরিষদের ১০ নং ওয়ার্ড এলাকায়। ঘটনার বিবরণে মহিলার ছেলে বিস্তারিত জানায় যে, গত কয়েকদিন আগে বৃদ্ধা মহিলা অর্চনা দাস সরকারি সাপ্লাই থেকে জল আনতে গেলে তখন পাশের বাড়ির চারজন মিলে ওনার উপর হামলে পড়ে। এতে করে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হন তিzনি। কান ছিড়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকেন তিনি। যদিও বা সেইসময় তাঁর ছেলে বাড়িতে ছিল না। বাইরে অন্য কাজে ছিল। পরবর্তীতে ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে এলাকাবাসীরা মহিলাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়। এরপর আক্রমণকারী পরিবারের কর্তা রতি রঞ্জন দত্তের পরিবারের নামধাম দিয়ে থানায় লিখিত অভিযোগ জানায় সে। অভিযোগ পেয়েই পুলিশ ঘটনাস্থল সরেজমিনে তদন্তে যান। ছেলেটি জানায়, প্রায় সময়ই নাকি সীমানার বিষয় নিয়ে তাদের সঙ্গে দুর্ব্যবহার করে পাশের বাড়ির সবাই। ঘটনার পর সে তার মাকে নিযে এখন নিরাপত্তাহীনতায় ভুগছে û। তার বক্তব্য ‘মায়ের শারীরিক অবস্থা মারাত্মকভাবে অবনতি হয়ে পড়েছে’। মা এবং ছেলের খুবই কষ্টের সংসার তাদের। বাবা মারা যাবার ১২ বছর অতিক্রান্ত হয়েছে। এরপর থেকে খুবই কষ্টে সামান্য কয়েকটি টিউশনি করে তাদের সংসার চলে।