নানা প্রতিরোধ আর প্রতিবন্ধকতাকে কাটিয়ে সিপিএমের রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশে মানুষ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশে মুখি। প্রতিটি মহকুমায় আগাম বুকিং করা থাকলেও শেষ পর্যন্ত বাস মালিকরা বিজেপির শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘের প্রবল চাপে, হুমকিতে বাস প্রত্যাহার করে নেন। আর এই সিদ্ধান্ত ঠিক সমাবেশের আগের দিন। এ অবস্থায় হাল ছেড়ে দেওয়ার কথা। কিন্তু না এর আগেই ভেতরে ভেতরে বিকল্প পরিকল্পনা করে এগোয় সিপিএম। বাণিজ্যিক গাড়িগুলোকে বাদ দিয়ে ব্যক্তিগত ব্যবহারের গাড়িগুলো ভাড়া করে নেয়। আবার আগের দিন রেলে আগরতলা চলে যান প্রায় অর্ধেক লোক।

কোন কোন জায়গা থেকে আগের দিন ছোট গাড়ি বোঝাই করে রাজধানী আগরতলায় চলে যান। ঊনকোটি জেলা সদর কৈলাসহরে হঠাৎ করে বাস তুলে নেওয়া ছাড়া আর কোন বাধার সৃষ্টি হয়নি। ধর্মনগর মহকুমায় কদমতলা, বাগবাসা এলাকার লোকদের থামিয়ে দেয় বিজেপি। কমলপুর মহকুমার কর্মী সমর্থকরা আগের দিন ছোট গাড়ি করে চলে যান রাজধানী আগরতলায়। সকাল সাড়ে দশটা গড়াতেই একে একে লাল ঝাণ্ডার মিছিল প্রবেশ করছে রাজধানী আগরতলার বুকে। বিলোনিয়া, সাব্রুম, শান্তিরবাজার, উদয়পুর সব মহকুমা থেকে মানুষ আসছেন আগরতলার সমাবেশে।