বাঁধ সংস্কারের জন্য সরকারকে সময়সীমা বেঁধে দিল কংগ্রেস
মনু নদীর বাঁধ সংস্কার ও পুননির্মাণের দাবিতে কংগ্রেসের ২ ঘন্টার পথ অবরোধ
বাংলাদেশে সীমান্তের পাশে বাঁধ নির্মাণের প্রতিবাদে লংমার্চ নিয়ে উত্তপ্ত কৈলাসহর
পূর্ব ঘোষণা অনুযায়ী কৈলাসহর জেলা কংগ্রেস মনু নদীর বাঁধের সংস্কার, জল নিষ্কাশনী ব্যবস্থাকে সুগম করার দাবিতে শনিবার সকাল দশটায় কৈলাসহর বিমানবন্দর লাগোয়া কৈলাসহর ধর্মনগর সড়কে দুই ঘন্টার পথ অবরোধে বসে। কংগ্রেসের জেলা ব্লক স্তরের নেতৃত্ব সহ কংগ্রেস কর্মীরা বন্যার হাত থেকে কৈলাসহরকে বাঁচাতে পথ অবরোধে বসেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৈলাসহরের বিধায়ক তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিংহ, জেলা কংগ্রেস সভাপতি তথা গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোঃ বদরুজ্জামান। বদরুজ্জামান পথ অবরোধে নেতৃত্ব দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন – ‘‘মনু নদীর বাঁধ সংস্কার করা সহ জল নিষ্কাশনের ব্যবস্থাকে সুগম করার দাবিতে আজ দুই ঘন্টার পথ অবরোধ করি। যদি পনেরো দিনের মধ্যে বাঁধ সংস্কারের কাজ ধরা না হয় তাহলে ২৪ ঘন্টার কৈলাসহর বনধের ডাক দেওয়া হবে। এর পাশাপাশি জল সম্পদ দপ্তরের নির্বাহী বাস্তকারকে অনির্দিষ্টকালের জন্য কংগ্রেস কর্মীরা ঘেরাও করবে।’’

বিমানবন্দরের পাশে দুই ঘন্টা সড়ক অবরোধ করে কংগ্রেস কর্মীরা চলে যান টিলাবাজার। সেখান থেকে লং মার্চ করে রাঙাউটি পঞ্চায়েতে যান। বাংলাদেশ সরকার ভারত সরকারকে এবং সীমান্ত রক্ষী বাহিনীকে ঘুমে রেখে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে উঁচু বাঁধ নির্মাণ করেছে। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানাচ্ছি এই ঘটনার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য। এর আগে বাংলাদেশের বিজিবি-র বাধায় আমাদের এপারে অনেক জায়গায় সীমান্তে কাটা তারের বেড়া বসানো যায়নি। মনু ল্যাণ্ড কাস্টমসের আধুনিক মানের স্থল বন্দরের কাজ বন্ধ হয়ে যায় বিজিবির বাধায়। অথচ বাংলাদেশ বিনা বাধায় বাঁধ নির্মাণ করে ফেলল।’’

বিধায়ক বীরজিৎ সিংহ লং মার্চে অংশ নিয়ে বলেন -‘‘বাংলাদেশ উঁচু বাঁধ নির্মাণ করে আন্তর্জাতিক একটি সমস্যার সৃষ্টি করেছে। ভারত সরকার এবং রাজ্য সরকারকে অনুরোধ করছি অতি সত্ত্বর এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য। মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি আপনি সীমান্ত এলাকায় এসে দেখে যান বাংলাদেশ কিভাবে উঁচু বাঁধ নির্মাণ করেছে। এই বাঁধ নির্মাণ করে বাংলাদেশ কার্যত কৈলাসহরের মানুষের বিরুদ্ধে, ত্রিপুরার বিরুদ্ধে সর্বোপরী ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।’’ বীরজিৎ সিংহ পাশাপাশি এও বলেন – “আমি আজকেই মুখ্যমন্ত্রীর সাথে কথা বলব তিনি সরজমিনে ঘুরে এসে বাঁধগুলির অবস্থা দেখে যান আমরা কি অবস্থায় আছি।’’


