মঙ্গলবার ভোরবেলা মহকুমা শাসক কার্যালয়ের লগোয়ো কাতাল দীঘিতে এক মৃতদেহ ভাসতে দেখে মৎস্য ব্যবসায়ীরা। ঘটনার খবর পেয়ে কৈলাসহর থানার পুলিস ঘটনাস্থলে আসে । এই ব্যক্তি কৈলাসহর পুর পরিসদের এক নং ওয়ার্ডের কাউন্সিলর কাকলি মালাকার মৃতদেহ শনাক্ত করে জানান যে মৃত ব্যক্তির নাম বিপুল শব্দকর। বিপুল পেশায় কৈলাসহর পুর পরিষদের সাফাই কর্মী। এক নং ওয়ার্ডের বাসিন্দা। তার এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। বিগত দুই দিন ধরে নিখোঁজ ছিলো। স্থানীয়রা জানান বিগত কয়েক বছর ধরে মৃগী রোগে ভুগছিলেন। শহরের কাতল দীঘিতে মৃতদেহ উদ্ধারের খবর সামাজিক মাধ্যমে চাউর হতেই ঘটনাস্থলে প্রচুর সাধারণ মানুষের ভিড় জমে যায়। পরবর্তী সময়ে কৈলাসহর থানার পুলিস ডুবুরি এনে কাতাল দীঘির জল থেকে মৃতদেহ উদ্ধার করে। এসম্পর্কে কৈলাসহর থানার এস আই উজ্জ্বল চৌধুরী ঘটনাস্থলে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে, বিপুল শব্দকর পুর পরিসদের এক নং ওয়ার্ডের বিমল সিনহা কমপ্লেক্সে বসবাস করতো। মৃতদেহ কাতাল দীঘির জল থেকে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতদেহ ময়নাতদন্ত করে পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হবে এবং ময়না তদন্তের রিপোর্ট আসলে পরে বুঝা যাবে কি কারণে বিপুল মারা যায় তার মূল কারণ জানা যাবে বলে পুলিস অফিসার উজ্জ্বল চৌধুরী জানান।
