Oplus_131072

সোমবার সরস্বতী পুজোর আনন্দে যখন শহর মাতোয়ারা। ঠিক সেই মর্মান্তিক বাইক দুর্ঘটনা ম্লান করে দেয় উৎসবের আবহম্লান করে দেয়। চিরাকু দুর্ঘটনায় হত ১ আহত ১।  প্রত্যদর্শীরা জানান বাইক আরোহী দুই ভাই, নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে গিয়ে ছিটকে পড়ে।দমকলবাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয়দের সহযোগিতায় আহতদের ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বাইক চালক প্রসেনজিৎ রাজভরকে (১৯) মৃত বলে ঘোষণা দেন। প্রসেনজিতের বড় ভাই রণজিৎ রাজভরেরআঘাত গুরুতর এবং আশঙ্কাজনক হওয়ায় আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন। কৈলাসহর থানার পুলিস জানায় নিহত প্রসেনজিতের বাড়ি হালাইছড়া চা বাগানে। দুই ভাই ধর্মনগরের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিল। তীব্র গতিতে চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ভয়ঙ্কর রকমভাবে ছিটকে পড়ে রাস্তার ডিভাইডারে। আঘাত এতটা হয়, প্রসেনজিতের মাথার ঘিলু বেরিয়ে যায়। দুর্ঘটনার পরই পুলিস সতর্কতা মূলক ব্যবস্থা নিয়ে বিভিন্ন জায়গায় নজরদারি চালায় ও বাইক নিয়ন্ত্রণে রাখে।