Oplus_131072

ফিনসিং ট্টেডিং কোম্পানি নামে বেআইনি আর্থিক প্রতিষ্ঠান খুলে নিরীহ লোকদের কাছ থেকে ১৬ কোটি টাকা তুলে নেবার অভিযোগে গ্রেপ্তার দীপাঞ্জন নাথ। আসামের হালাইকান্দি থেকে আসাম পুলিস গ্রেপ্তার করে ২৯ বছর বয়সী দীপাঞ্জন নাথকে । আসাম পুলিস জানিয়েছে ফিনসিং ট্রেডিং কোম্পানির মাস্টার মাইন্ড হচ্ছে দীপাঞ্জন। শিলচরের রাঙ্গিরখারি এলাকায় দীপাঞ্জন ত্রিপুরার দুই সহযোগী পার্থপ্রতীম দেবনাথ এবং রাজা দে- কে নিয়ে লোক ঠকানোর ব্যবসার ফাঁদ তৈরী করেছিলো । সহজ সরল নাগরিকদেরকে এরা বলে যে ১লক্ষ টাকা আমানত রাখলে এক মাসে ১ লক্ষ ৮০ হাজার টাকা মিলবে। এধরনের লোভনীয় টোপ দিয়ে এই তিন মূর্তি আসাম ও ত্রিপুরা মিলে বহু লোকের কাছ থেকে ১৬ কোটি টাকা হাতিয়ে নেয়। প্রায় দুই বছর ধরে এই ফাঁদে ফেলে চুটিয়ে তথাকথিত ব্যবসা চালায়।

কিছুদিন যাবার পর আমানতকারীদের সন্দেহ হয়। লাভের টাকা তো পাচ্ছে না। আসল মুলধনেরও হদিস নেই। এ নিয়ে যখন টালবাহানা শুরু হয়। তখন ধীরে ধীরে এই তিন মূর্তি গা ঢাকা দেয়। আমানতকারীরা অনুসন্ধান চালিয়ে একাধিক বার কৈলাসহর শ্রীরামপুরে পার্থপ্রতীমের বাড়িতে আসে। রাজা দে- র বাড়িতেও যায়। কিন্তু তাদের হদিস পাননি। অবশেষে এই তিনজনের বিরুদ্ধে পুলিসের দ্বারস্থ হন আমানতকারীরা। মঙ্গলবার হাইলাকান্দি থেকে প্রতারণা চক্রের মাস্টারমাইন্ড দীপাঞ্জনকে আসাম পুলিস গ্রেফতার করে। অন্য দুই অভিযুক্ত পার্থপ্রতীম দেবনাথ ও রাজা দে-কে খুঁজছে পুলিস।

Oplus_131072