শুক্রবার সিপাহিলজলা ও পশ্চিম ত্রিপুরা জেলায় যখন এনফোর্স ডিপার্টমেন্ট দিনভর নেশা কারবারীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে তখন সেই নেশার বিরুদ্ধে জোরদার আন্দোলন, কাজের দাবিতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে তীব্র করতে বাম ছাত্র যুবদের পদযাত্রার দৃপ্ত মিছিলে উত্তাল কৈলাসহর।

প্রবাহ তিবেদন : শুক্রবার সিপাহিলজলা ও পশ্চিম ত্রিপুরা জেলায় যখন এনফোর্স ডিপার্টমেন্ট দিনভর নেশা কারবারীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে তখন সেই নেশার বিরুদ্ধে জোরদার আন্দোলন, কাজের দাবিতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে তীব্র করতে বাম ছাত্র যুবদের পদযাত্রার দৃপ্ত মিছিলে উত্তাল কৈলাসহর। রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে ডি ওয়াই এফ আই, টি ওয়াই এফ এবং এস এফ আই কৈলাসহর মহকুমা কমিটি এই পদযাত্রার আয়োজন করে। কৈলাসহর প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে পদযাত্রা শুরু হয় দুপুর ২টায়। প্রায় পাঁচ কিমি পথ হেঁটে চিরাকুটি ট্রাই জাংশনে পৌঁছান। সেখানে ছাত্রযুব জমায়েতে সুরমান আলী, নাইচুক হালাম এবং সৈফুদ্দিন আহমেদের সভাপতিত্বে জমায়েতে ভাষণ দেন ডি ওয়াই এফ আই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, রাজ্য সম্পাদক নবারুন দেব, মহকুমা সম্পাদক বিষু দাস এবং এস এফ আই কৈলাসহর মহকুমা সম্পাদক সাগর ভট্টাচার্য। নেতৃত্বের ভাষণে উঠে এসেছে রাজ্যে গণতন্ত্রহীনতার কথা। মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। মানুষ অন্যায়ের প্রতিবাদ করতে পারছেন না। বিভিন্ন দপ্তরে শূণ্য পদ পড়ে থাকলেও বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে না বিজেপি সরকার। অবাধে সরকারী অর্থের লুটপাট চলছে। এর বিরুদ্ধে যুব সমাজকে সোচ্চার হয়ে মানুষের পাশে দাঁড়াবার আহ্বান জানান ছাত্র যুব নেতৃত্ব।