উপজাতি দারলং সমাজের উন্নয়নে ও বসতি স্থাপনে অসামান্য অবদানের জন্য মরনোত্তর সম্মাননা জানানো হল স্বাধীনতা সংগ্রামী প্রয়াত ডাঃ চুনীলাল ঘোষ কে। দারলঙ সমাজের একটি সামাজিক অনুষ্ঠানে এই সম্মান জানানো হয় গৌরনগর ব্লকের উনকোটি এ ডি সি ভিলেজের চিনি বাগান এলাকায় দারলং সমাজের রাইজিং ডে পালন করা হয়। সেই অনুষ্ঠানে ডাঃ ঘোষের ছেলে কে নিমন্ত্রণ করে তাঁর হাতে মবে মরনোত্তর সম্মাননা ও উওরীয় তুলে দেওয়া হয়।১৯৫০ থেকে ৫৫ সালে কৈলাসহরে দারলংরা বসবাস করত বেলকুম পাহাড়ে। সেই পাহাড় থেকে তাদের নামিয়ে এনে চিনি বাগান এলাকায় বসতি স্থাপনে ডাঃ ঘোষ সাহায্য সহযোগিতা করেন। তখন চিনি বাগান এলাকায় একটি চিনি কোম্পানি ছিল।

চিনি কোম্পানি দারলংদের সেখানে বসতি স্থাপনে বাধা দেয়। আদালতে মামলা দায়ের করে। ডাঃ ঘোষ তখন মামলার বিষয়ে দারলংদের সাহায্য করেন। মামলায় জয়ী হয় দারলংরা। তারা চিনি বাগান এলাকায় বসতি স্থাপনে আদালতের অনুমোদন লাভ করে। তখন দারলঙদের আর্থ সামাজিক উন্নয়নে তিনি অনেক সাহায্য সহযোগিতা করেছিলেন। সেকথা মনে করে দারলংদের সামাজিক অনুষ্ঠান ‘রাইজিং ডে’ অনুষ্ঠানে ডাঃ ঘোষের অবদান কথা স্মরণ করা হয়। উনকোটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার ভি দারলং এর সভাপতিত্বে ও রাইজিং ডে উৎসব পালন কমিটির সভাপতি লালমিনথাঙা দারলং ও সম্পাদক ভি ডি দারলং এর উপস্থিতি তে এই সম্মানপ্রদানকরা*হয়। সম্মাননা গ্রহণ করেন ডাঃ চুনিলাল ঘোষের পুত্র সাংবাদিক সুব্রত ঘোষ।