Oplus_131072

সীমান্ত গ্রাম হীরাছড়া গ্রামের  কাটা তারের বেড়ার  ওপারে ভারতীয় কৃষকের মাঠের ফসল কতিপয় বাংলাদেশী দুষ্কৃতি লুঠ করতে এসে দুই কৃষককে আহত করে। পাল্টা আক্রমণে এক বাংলাদেশী আহত হয়। ভারতীয় কৃষকদের ধাওয়ায় দুষ্কৃতিরা বাংলাদেশে পালিয়ে যায়। গুরুতরভাবে আহত  দুই কৃষক বর্তমানে  কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি কাটাতারের বেড়ার ৪৪ নং গেইটে হীরাছড়া সীমান্তের ওপারে রবিবার দুপুর দেড়টা নাগাদ। এলাকার স্থানীয় বাসিন্দারা জানান – হীরাছড়া গ্রামের বাসিন্দা করিম  আলী এবং জমির আলী নামে দুই কৃষক সীমান্তের কাটা তারের বেড়ার ওপারে রোজকার মত তদের জমিতে ধান কাটতে যায়।

ফসলের মাঠে গিয়ে দেখতে পান তাদের ফসল কাটছে কতিপয়  বাংলাদেশী লোক। এ নিয়ে চিৎকার চেঁচামেচি করলে বাংলাদেশের আরো লোক এসে ভারতীয় কৃষকদের  বেধড়ক  মারধোর করে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপোতে থাকে। বাংলাদেশীদের আক্রমণে করিম আলী এবং জমির আলী গুরুতরভাবে আহত হয়। করিম আলীর হাতের একটি আঙ্গুল কেটে যায়। পাল্টা প্রতিরোধ করলে বাংলাদেশীরা পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে তাদের পরিবারের লোকেরা  তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসেন এপারে। বর্তমানে আহত কৃষকরা  ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। আহত কৃষক পরিবারের লোকেরা জানান এঘটনা নিয়ে  কৈলাসহর ইরানি থানার দ্বারস্ত হবেন। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করছে গোটা এলাকায়। অন্যদিকে নির্ভরযোগ্য সূত্রে জানা যায় বাংলাদেশের সীমান্তবর্তী গ্রাম দশটেকি এলাকার আহাদ আলী এই ঘটনায় গুরুতর আহত হয়ে স্থানীয় একটি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা চলাকালীন অবস্থায় মারা যায়।