মনু নদীর নাব্যতা কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে প্রতিবছরের বন্যা। তাই মনু নদীর নাব্যতা বৃদ্ধি, বাঁধের উচ্চতা বৃদ্ধি ও মেরামত সহ ৯ দফা দাবিতে সিপিএম কৈলাসহর মহকুমা কমিটি সোমবার কৈলাসহর মহকুমা শাসকের কাছে স্মারকলিপি দিল। সিপিএম কৈলাসহর মহকুমার দপ্তর থেকে মহকুমা ও জেলা নেতৃত্বদের নেতৃত্বে বিভিন্ন বামপন্থী সংগঠন সমূহের নেতা কর্মীরা মিছিল করে ডেপুটেশন দেন। দাবিগুলোর মধ্যে প্রতিবছর বন্যার অন্যতম কারণ মনু নদীর নাব্যতা কমে যাওয়া । তাই কেন্দ্রীয় সরকারকে মনু নদীর নাব্যতা বৃদ্ধির জন্য অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, চলতি শুখা মরসুমের মধ্যেই মহকুমা এলাকার পানিচৌকি বাজার সংলগ্ন পাকা বাঁধ সহ বন্যা নিয়ন্ত্রনে বাঁধগুলি সংস্কার এবং প্রয়োজন অনুসারে পুনঃনির্মাণ করা, বলেহর, উজান জলাই, পাখিরবাদা, দক্ষিণ কাচেরঘাট, লাটিয়াপুড়া, দেবীপুর, হাওরের বাঁধ, কামরাঙ্গাবাড়ী, পূর্ব দুর্গাপুর, সোনামারা ইত্যাদি এলাকার বাঁধের উচ্চতা ও প্রস্থ বৃদ্ধি করা, শুখা মরসুমেই স্লুইস গেটগুলি পরিষ্কার ও মেরামতি করতে হবে এবং বন্ধ স্লুইস গেটগুলি অতি দ্রুত চালুর ব্যবস্থা করা, শহরের জমা জল নিষ্কাশনের পাম্পগুলি মেরামতি ও সচল করে তুলতে হবে এবং পশু হাসপাতালের নিকটে উচ্চক্ষমতাযুক্ত নতুন পাম্প মেশিন বসাতে হবে।

সর্বোপরী শহরের জল নিষ্কাশনের পয়ঃপ্রণালীগুলো অবিলম্বে পরিষ্কার করে জল নিষ্কাশনের উপযুক্ত করতে হবে। সোনামুখী, জলাই, সুকান্ত কলোনী, পূর্ব দুর্গাপুর, ছনতৈল, গোবিন্দপুর, শ্মশানঘাট, রাঙাউটি, লাটিয়াপুড়া ও হালাইপাড় এলাকার নদী ভাঙ্গন রোধে প্রশাসনিকভাবে দ্রুত উদ্যোগ গ্রহণ করা। সেণ্ড সিমেন্ট ব্লক সহ বিভিন্ন নির্মাণ কাজের গুণগতমান বৃদ্ধি করতে হবে। বিগত বন্যায় ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। জল জীবন মিশনে অটল জলধারা প্রকল্পে নির্মিয়মান পাম্পগুলি থেকে প্রয়োজনীয় জল সরবরাহ হচ্ছে না। কিন্তু প্রকল্পের ব্যয় সংবলিত সাইনবোর্ড লাগানো হয়েছে। তাই প্রতিটি প্রকল্পের ব্যয়িত অর্থের যথাযথ অনুসন্ধানকরতেহবে। সিপিএম মহকুমা সম্পাদক অঞ্জন রায়ের নেতৃত্বে ছয়জনের এক প্রতিনিধি দল মহকুমা শাসক প্রদীপ সরকারের কাছে ৯দফা স্মারকলিপি দেন। প্রতিনিধি দলে ছিলেন সারা ভারত কৃষক সভার রঞ্জিৎ কুমার নাথ, গণতান্ত্রিক নারী সমিতির পক্ষে আনোয়ারা বেগম, জিএমপির পক্ষে রমেশ দেববর্মা, ক্ষেত মজুরের পক্ষে বিপুল সিংহ, যুব ফেডারেশনের পক্ষে সুরমান আলী। ডেপুটেশন চলাকালীন সময়ে মহকুমা অফিসের সামনে জমায়েতে সিপিএম জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কান্তিলাল দেবের সভাপতিত্বে ভাষণ দেন। দলের জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, ইনুছ মিয়া খাদিম, বিশ্বরূপ গোস্বামী, বিনয় দেববর্মা, অঞ্জন রায় প্রমুখ।