রমেন্দ্র গোপ, খোয়াই

৪ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুর আড়াইটায় খোয়াই থানাধীন পশ্চিম-সোনাতলায় পঞ্চায়েতের সুমন্ত শুক্ল দাসের বাড়িতে খড়ের গাদায় আগুন লাগে। নিজের গবাদি পশুদের জন্য বাড়িতেই আমন ধানের জমানো খড়ের গাদায় আগুন লাগে। আগুন লাগার খবর দেওয়া হয় খোয়াই দমকল বাহিনীর কাছে । দমকল কর্মীরা তৎক্ষণাৎ অকুস্থলে পৌঁছে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও ইতিমধ্যে আগুন পশু খাদ্যের জন্য জমা করে রাখা ঘরের প্রায় অধিকাংশই পুড়ে ছাই হয়ে যায়। সৌভাগ্যবশত মালিকের বসত ঘর সহ প্রতিবেশীদের ঘর গুলিতে পৌঁছায়নি আগুনের লেলিহান শিখা বলে জানিয়েছেন অগ্নি নির্বাপন দপ্তরের কর্মীরা। খবর দেওয়া হয় পুলিশে । অগ্নি নির্বাপক দপ্তরের প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী প্রায় কুড়ি হাজার টাকার খড় পুড়ে গেছে বলে জানিয়েছেন পুলিশ। এদিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে বলে পুলিশ সূত্রে সংবাদ। কেন এবং কিভাবে আগুন লেগেছে তার কারণ তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছেন তদন্তকারী পুলিশ অফিসার। উল্লেখ্য অগ্নি কান্ডের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় বসবাসকারী জনসাধারণের মধ্যে ব্যাপক ভীতিরসঞ্চারহয়