কৈলাসহর বিমানবন্দর লাগোয় বাঁধের উপর বালি ব্যবসায়িদের ভারি যান পরিবহন বাঁধকে দুর্বল করছে। এখুনি ব্যবস্থা না নিলে চরম বিপদ ডেকে আনবে।
মনু নদীর তীরবর্তী শহর কৈলাসহর। একদিকে নদী আর অন্যদিকে জল নিষ্কাশনের পরিকল্পিত ব্যবস্থা না থাকার কারণে শহরের বুক ভাসতো বন্যার জলে। নদীর জল বাড়লেই শহরবাসীর ত্রাহি ত্রাহি রব শুরু হত।…